.
ঢাকা | বঙ্গাব্দ

ভুয়া ডিগ্রিতে এমপিও ভোগের অভিযোগ, তদন্তের মুখে সহকারী প্রধান শিক্ষক

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 2, 2025 ইং
ভুয়া ডিগ্রিতে এমপিও ভোগের অভিযোগ, তদন্তের মুখে সহকারী প্রধান শিক্ষক ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ঝালকাঠি সদর উপজেলাধীন নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেনের বিরুদ্ধে ভুয়া বিএড ও এমএড সনদ দিয়ে অবৈধভাবে সরকারের বেতন ভাতা গ্রহণের অভিযোগ উঠেছে। অভিযোগের বিষয়টি ঝালকাঠি জেলা শিক্ষা অফিসারকে তদন্ত করে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এক চিঠিতে এ তথ্য জানায়।

চিঠিতে বলা হয়েছে, মো. হাসানুর রহমান মিলু লস্কর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে সহকারী প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেনের বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছেন।

অভিযোগ তিনি উল্লেখ করেছেন, সহকারী প্রধান শিক্ষক ঝালকাঠি পৌরসভা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে কর্মরত থেকে প্রতিষ্ঠান থেকে অনুমতি না নিয়ে ২০০৭ খ্রিষ্টাব্দে বিএড এবং ২০০৮ খ্রিষ্টাব্দে এমএড ডিগ্রি অর্জন করেন দারুল ইহসান ইউনিভার্সিটি থেকে। যে সনদ সরকার এবং উচ্চ আদালত অবৈধ ঘোষণা করে। মো. আলমগীর হোসেন অবৈধ সনদ দ্বারা বিএড স্কেল গ্রহণ করে সরকারি টাকা অবৈধ ভাবে আত্মসাৎ করে আসছেন।

পরবর্তীতে ২০১৫ খ্রিষ্টাব্দে সেই ভুয়া বিএড সনদ দ্বারা নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ নিয়ে চাকরি করে আসছেন ও সরকারি এমপিও টাকা উত্তোলন করে আসছেন।এরপর, ২০২০ খ্রিষ্টাব্দে নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষকে বাধ্য করে পুনরায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিএড ডিগ্রি অর্জন করেছেন। কিন্তু সেই বিএড ডিগ্রির সনদ ২০২৪ খ্রিষ্টাব্দে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিদর্শনের সময়ে উপস্থাপন করেননি।


এসব কার্যকলাপে সহকারী প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন ৪টি অনিয়ম করেছেন যা চাকরি বিধির জন্য দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে ও জেলা শিক্ষা অফিসে অভিযোগ করা হলেও কোনো তদন্ত হয়নি।

এমতবস্থায়, অভিযুক্তের সব সনদের মূল কপি, নিয়োগ-যোগদানের কপি এবং সহকারী প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেনকে অধিদপ্তরে উপস্থিত হয়ে অভিযোগের বিষয় ব্যাখ্যা প্রদানের ব্যবস্থা গ্রহণ বা তদন্ত করানো ও আত্মসাৎ করা টাকা সরকারের ফান্ডে ফেরত নেওয়ার জন্য আবেদন করেন মো. হাসানুর রহমান মিলু লস্কর।


নিউজটি পোস্ট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
প্রধান শিক্ষকের বিরুদ্ধে টিকা নিবন্ধনে অর্থ আদায়ের অভিযোগ

প্রধান শিক্ষকের বিরুদ্ধে টিকা নিবন্ধনে অর্থ আদায়ের অভিযোগ