.
ঢাকা | বঙ্গাব্দ

৯০০ শিক্ষার্থীর অর্থ আত্মসাৎ শিক্ষকের, পরিচয়পত্র মেলেনি তিন বছরেও

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 17, 2025 ইং
৯০০ শিক্ষার্থীর অর্থ আত্মসাৎ শিক্ষকের, পরিচয়পত্র মেলেনি তিন বছরেও ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728
সুনামগঞ্জের তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে পরিচয়পত্র দেওয়ার আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক জাকির হোসেন চৌধুরী বিদ্যালয় শাখার শিক্ষক।

তিন বছর আগে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির প্রায় ৯০০ শিক্ষার্থীর কাছ থেকে জনপ্রতি ১১০ টাকা নেন তিনি। এভাবে লাখ টাকার বেশি সংগ্রহ করলেও এখনো কোনো শিক্ষার্থী আইডি কার্ড পাননি। টাকা ফেরতও দেওয়া হয়নি। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

সম্প্রতি শিক্ষার্থীরা কার্ড দাবি করলে জাকির হোসেন ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং ভয়ভীতি দেখান। তবে বিষয়টি প্রকাশ পেয়ে গেলে ধামাচাপা দেওয়ার চেষ্টা হিসেবে দশম শ্রেণির তিন ছাত্রীকে টাকা ফেরত দেন তিনি।

অভিযোগ স্বীকার করে জাকির হোসেন বলেন, বিষয়টি স্বীকার করে শিক্ষক জাকির হোসেন বলেন, বিভিন্ন সমস্যার কারণে শিক্ষার্থীদের কার্ড করে দেওয়া সম্ভব হয়নি। এ কারণে শিক্ষার্থীদের টাকা ফেরত দিতে শুরু করেছেন। ইতোমধ্যে কয়েকটি ক্লাসের কিছু শিক্ষার্থীর টাকা ফেরত দিয়েছেন তিনি।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম জানান, তিনি গত ছয় মাস হয় প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়েছেন। বিষয়টি জানার পর অভিযুক্ত শিক্ষক জাকির হোসেনকে ডেকে গত ২৬ আগস্ট একটি জরুরি সভা করেন। ওই শিক্ষককে আগামী ১৫ দিনের মধ্যে শিক্ষার্থীদের টাকা ফেরতের আলটিমেটাম দেওয়া হয়েছে।

বিদ্যালয়ের সভাপতি এবং তাহিরপুরের ইউএনও মেহেদী হাসান মানিক বলেন, তিনি সম্প্রতি এ উপজেলায় যোগদান করেছেন। বিষয়টি সম্পর্কে জেনে তদন্ত সাপেক্ষে শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।


নিউজটি পোস্ট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ চলছে, নিস্তব্ধ ক্যাম্পাস  সাবেক সমন

রাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ চলছে, নিস্তব্ধ ক্যাম্পাস সাবেক সমন