.
ঢাকা | বঙ্গাব্দ

বিশ্ব পর্যটন দিবসের নাচ ও রবীন্দ্রসংগীতে ‘মানা’ ঢাবি অধ্যাপকের

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 26, 2025 ইং
বিশ্ব পর্যটন দিবসের নাচ ও রবীন্দ্রসংগীতে ‘মানা’ ঢাবি অধ্যাপকের ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সান্ধ্যকালীন এমবিএ প্রোগ্রামের উদ্যোগে আগামীকাল ২৭ সেপ্টেম্বর উদযাপন হবে বিশ্ব পর্যটন দিবস, যার অংশ হিসেবে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। জাতিসংঘের অধীন বিশ্ব পর্যটন সংস্থার প্রত্যক্ষ তত্ত্বাবধানে ১৯৮০ খ্রিষ্টাব্দ থেকে সব সদস্য দেশে দিবসটি পালিত হয়ে আসছে। যদিও ঢাবির সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ এবং রবীন্দ্রসংগীতে বিধিনিষেধ দেওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ব পর্যটন দিবস দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি নেন তারা। কিন্তু এই অনুষ্ঠানে নাচ এবং রবীন্দ্রসংগীত পরিবেশনার অনুমতি দেননি এমবিএ প্রোগ্রামের

কো-অর্ডিনেটর অধ্যাপক ড. কামরুল হাসান। এই অধ্যাপক গান, নাচকে পাপ এবং রবীন্দ্রসংগীত বিদেশি সংস্কৃতি বলে উল্লেখ করেছেন বলে ভাষ্য শিক্ষার্থীদের। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ওই অধ্যাপক।

এক শিক্ষার্থী বলেন, ‘অধ্যাপক কামরুল হাসান দুয়েকটি গানের অনুমতি দিলেও নাচের ক্ষেত্রে দিতে চাননি। পরে আমরা বারবার অনুরোধ করার পর অনুমতি দেন। সে অনুযায়ী আমরা সব ধরনের প্রস্তুতিও নিয়ে রাখি। কিন্তু প্রোগ্রামের কয়েকদিন আগে ফের নিষেধ করে দেন। তিনি জানান, এটি পাপ এবং না করতে ওপরের নির্দেশ আছে বলে জানান। তিনি শুধু তার পছন্দমতো কবিতা, বক্তব্য আর একটা গান রেখেছেন। আমরা এর প্রতিবাদ জানিয়েছি, বিভাগের চেয়ারম্যানকেও বিষয়টি জানানো হয়েছে।’



যদিও অভিযোগ অস্বীকার করেছেন অধ্যাপক ড. কামরুল হাসান। তিনি বলেন, ‘এটা (সাংস্কৃতিক অনুষ্ঠান) দায়িত্ব নিয়ে করতে পারে এমন শিক্ষক আমি খুঁজে পাইনি। আমি বলেছি কেউ এটা দায়িত্ব নিয়ে করতে পারলে আমার কোনো আপত্তি নেই। এর বাইরে আমি কিছুই বলিনি।’

এদিকে বিভাগের বিবিএ শিক্ষার্থীদের কাউকে কাউকে অ্যাটেনডেন্সের (হাজিরা) নামে ফেল করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এই অধ্যাপকের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার পাশাপাশি বিভাগের চেয়ারম্যানকে দেওয়া হয়েছে লিখিত অভিযোগ।

এ বিষয়ে অধ্যাপক কামরুল হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিয়মের বাইরে আমি কিছু করিনি। কারও অ্যাটেনডেন্স না থাকলে তাতে তো আমার কিছু করার নেই। অনেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে। তারা নানাভাবে আমাকে হেনস্তার চেষ্টা করছে।


নিউজটি পোস্ট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের