জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৪ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়সীমা আবারও বৃদ্ধি করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ হাজার টাকা বিলম্ব ফি প্রদান সাপেক্ষে পরীক্ষার আবেদন ফরম পূরণ, ডাটা এন্ট্রি নিশ্চয়ন ও সোনালী সেবার মাধ্যমে ফি জমাদানের সময় নিম্নরূপ নির্ধারণ করা হয়েছে—
আবেদন ফরম পূরণ: ০৭ অক্টোবর (মঙ্গলবার) থেকে ১৩ অক্টোবর (সোমবার) পর্যন্ত।
ডাটা এন্ট্রি ও নিশ্চয়ন: ১৪ অক্টোবর (মঙ্গলবার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
সোনালী সেবার মাধ্যমে ফি জমাদান: ১৫ অক্টোবর (বুধবার) সকাল ১০টা থেকে ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) বিকাল ৪টা পর্যন্ত।
এছাড়া গত ২১ আগস্ট প্রকাশিত আগের বিজ্ঞপ্তির অন্যান্য নিয়ম ও শর্তাবলী অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়। শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট http://ems.nu.ac.bd/student-login থেকে ফরম পূরণ করতে পারবেন।