.
ঢাকা | বঙ্গাব্দ

‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি ম্যানুয়ালে উপকৃত হবেন লাখ লাখ শিক্ষক-শিক্ষার্থী’

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 25, 2025 ইং
‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি ম্যানুয়ালে উপকৃত হবেন লাখ লাখ শিক্ষক-শিক্ষার্থী’ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728
জাতীয় বিশ্ববিদ্যালয় প্রণীত আইসিটি কারিকুলাম বাস্তবায়নে প্রশিক্ষণ ম্যানুয়াল তৈরিতে সহায়তা করছে সরকারের অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম এবং ইউনিসেফ বাংলাদেশ। এ ম্যানুয়াল ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও দেশের লাখ লাখ শিক্ষক-শিক্ষার্থী উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার সাভারে ব্র্যাক সিডিএমে আয়োজিত আইসিটি বিষয়ক কর্মশালার উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্বকালে এ আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য। তিন দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এতে কারিগরি সহায়তা দিচ্ছে এটুআই প্রোগ্রাম ও ইউনিসেফ বাংলাদেশ।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নূরুল ইসলাম, এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক মোহা. আব্দুর রফিক এবং ইউনিসেফ বাংলাদেশের শিক্ষা বিভাগের প্রধান দীপা শংকর।

অধ্যাপক আমানুল্লাহ বলেন, ‘বর্তমানে অনলাইনে অসংখ্য প্রশিক্ষণ ম্যানুয়াল থাকলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি কারিকুলাম বাস্তবায়নে একটি সুনির্দিষ্ট ম্যানুয়াল প্রয়োজন, যা নগর এলাকার পাশাপাশি প্রত্যন্ত এলাকার কলেজ শিক্ষার্থীদের জন্যও সহজবোধ্য হবে। সরকারের এটুআই প্রোগ্রাম ও ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়াল চূড়ান্ত হওয়ার পর তা অনলাইনে প্রকাশ করা হবে। ফলে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এটি ব্যবহার করতে পারবেন।



কর্মশালায় স্বাগত বক্তব্য দেন শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক মোছা. সালমা পারভীন এবং কর্মশালার উদ্দেশ্য ও টোন সেটিং তুলে ধরেন কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন ড. এ এইচ এম রুহুল কুদ্দুস।
দ্বিতীয় সেশনে আইসিটি শিক্ষক প্রশিক্ষণ বিষয়ে ধারণা দেন এটুআই প্রোগ্রামের পলিসি এনালিস্ট আফজাল হোসেন সারওয়ার এবং ইউনিসেফ বাংলাদেশের এডুকেশন ম্যানেজার ইকবাল হোসেন। তিন দিনব্যাপী এ কর্মশালায় আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়াল নিয়ে আলোচনা ও পরামর্শ শেষে তা চূড়ান্ত করা হবে। 

কর্মশালায় অংশ নিচ্ছেন সাত জন ডোমেইন এক্সপার্ট, ৯ জন প্রশিক্ষণ ম্যানুয়াল ডেভেলপমেন্ট এক্সপার্ট, ৬ জন অনলাইন কোর্স ডিজাইন এক্সপার্ট, আইসিটি বিভাগের প্রতিনিধি, এটুআই প্রোগ্রামের প্রতিনিধি, ইউনিসেফ বাংলাদেশ প্রতিনিধি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।

নিউজটি পোস্ট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ