.
ঢাকা | বঙ্গাব্দ

প্রতিযোগিতায় টিকে থাকতে তথ্যপ্রযুক্তিতে দক্ষতা অর্জন জরুরি: ভিসি আমানুল্লাহ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2025 ইং
প্রতিযোগিতায় টিকে থাকতে তথ্যপ্রযুক্তিতে দক্ষতা অর্জন জরুরি: ভিসি আমানুল্লাহ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

তথ্যপ্রযুক্তি বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিকাশে এখন পুরো বিশ্ব প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে। ভবিষ্যতে এ নির্ভরতা আরো বাড়বে। তাই কর্মসংস্থানের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের বিজ্ঞান বিশেষ করে তথ্যপ্রযুক্তির শিক্ষা জরুরি বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।


মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এনআইএসটি) আয়োজিত এক কর্মশালায় তিনি একথা বলেন। ‘ইম্প্রুভিং এনইউস সিএসই কারিকুলা, ইকুইপিং স্টুডেন্টস ইউথ ইমার্জিং স্কিলস এন্ড লিভেরিং ডিজিটাল প্ল্যাটফরমস টু কারেন্ট স্টুডেন্টস ইউথ এসএসপিস’ শিরোনামে কর্মশালা যৌথভাবে আয়োজন করে জাতীয় বিশ্ববিদ্যালয় ও সরকারের এটুআই প্রকল্প।



প্রফেসর আমানুল্লাহ আরো বলেন, তথ্যপ্রযুক্তি ও বিদেশী ভাষায় দক্ষতার অভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা চাকরির বাজারে পিছিয়ে পড়ছে। এ অবস্থা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে স্নাতক সম্মানে আইসিটি ও ইংরেজি ভাষা বাধ্যতামূলক করা হয়েছে। সময়ের সাথে তাল মিলিয়ে বৈশ্বিক চাহিদা পূরণের লক্ষ্যে কলেজ শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা প্রদানে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সিএসই শিক্ষাক্রম তৈরি, শিক্ষার্থীদের বিকাশমান প্রযুক্তির সাথে পরিচিত করা এবং এসএসপি’র সাথে যুক্ত করার কাজ চলছে। এসব কাজে আইসিটি খাত সংশ্লিষ্টদের পরামর্শ চায় জাতীয় বিশ্ববিদ্যালয়।



জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের বেশির ভাগ শিক্ষার্থী নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর উল্লেখ করে তাদের আধুনিক তথ্যপ্রযুক্তি শিক্ষা দিতে সহায়তা করার জন্য আইসিটি খাত সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

কর্মশালার সমাপনি সেশনে বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নূরুল ইসলাম এবং ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম। কর্মশালায় উদীয়মান দক্ষতা এবং এনআইএসই সম্বন্ধে প্রেজেন্টেশন দেন এটুআই-এর ফিউচার স্কিলস এন্ড ইমপ্লয়মেন্ট কো-অর্ডিনেটর। এতে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক মোছা. সালমা পারভীন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্র-এর ভারপ্রাপ্ত ডিন ড. এ এইচ এম রুহুল কুদ্দুস এবং আইসিটি ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলের সিইও।



ন্যাশনাল ইনস্টিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজি, ধানমন্ডি, গাজীপুরের মডেল ইনস্টিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজি, বিজিআইএফটি ইনস্টিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজি, কলেজ অফ টেকনোলজি, নারায়ণগঞ্জ, রাজধানীর এশিয়ান ইনস্টিটিউট অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, ঢাকা, ইউনাইটেড কলেজ অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, ঢাকা, আইডিয়াল ইনস্টিটিউট অব বিজনেস অ্যান্ড সায়েন্স, ঢাকা, উত্তরা ইনস্টিটিউট অব বিজনেস টেকনোলজি, ঢাকা, ক্রাউন ইনস্টিটিউট অব বিজনেস টেকনোলজি, ঢাকা, ঢাকা মহানগর মহিলা কলেজ, মোহাম্মদপুর মহিলা কলেজ, ঢাকা কমার্স কলেজ, তেজগাঁও কলেজ, হাজী আবুল হোসেন ইনস্টিটিউট অফ টেকনোলজি, টাংগাইল, শেরে বাংলা নগর আদর্শ মহিলা কলেজ, বিকেআইআইসিটি-বিসিসি, কোডার্সট্রাস্ট, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, কোডম্যানবিডি, থ্রাইভিং স্কিলস, বঙ্গদেভ, বিএসিসিও ট্রেনিং ল্যাব, বেসিস ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট, নিউ হরিজনস কম্পিউটার লার্নিং সেন্টার, টেকনোভিস্টা লিমিটেড, বাংলাদেশ ইনস্টিটিউট অফ আইসিটি ইন ডেভেলপমেন্ট, পিপলঅ্যানটেক, ইনফোসিস্টেম টেকনোলজি লিমিটেড এবং সামায়রা স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এর প্রতিনিধিরা দিনব্যাপী এ কর্মশালায় অংশ নেন।


নিউজটি পোস্ট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
ডাকসুর প্রথম সভা অনুষ্ঠিত, সিনেট সদস্য হচ্ছেন ৫ ছাত্র প্রতিন

ডাকসুর প্রথম সভা অনুষ্ঠিত, সিনেট সদস্য হচ্ছেন ৫ ছাত্র প্রতিন